সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার বিজিবি ১৯ ও ৪৮ ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পশু ও পণ্য জব্দ হলেও কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, গত দুইদিন তামাবিল, পান্থুমাই, সংগ্রাম, বাংলাবাজার ও মিনাটিলা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী, কসমেটিক্স, চকলেট, বিস্কুট, ফুচকা, বিড়ি, জিরা, ও চিনিসহ বিভিন্ন ধরণের পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ শিং মাছ জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৩ কোটি ২৬ লক্ষ ৭৭ হাজার ৬৬৫ টাকা।
অপরদিকে, শুক্রবার বিজিবি ১৯ ব্যাটালিয়ন (জকিগঞ্জ ব্যাটালিয়ন) এর আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ৭টি মহিষ, ৭টি গরু ও পান পাতা জব্দ করে। জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় সাড়ে ১৯ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার।
বিডি প্রতিদিন/এএম