দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী।
আজ শুক্রবার ঢাকা-৫ আসনের ডেমরা থানার ৬৭ নং ওয়ার্ডের আমতলা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজের পর মসুল্লিদের সাথে কুশল বিনিময় শেষে তিনি স্থানীয়দের মাঝে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।
এ সময় নবীউল্লাহ নবী বলেন, একটা গোষ্ঠী দেশে অস্থিতিশীলতার চেষ্টা করছে। তারা বাংলাদেশে সংকট তৈরির নানা ষড়যন্ত্র শুরু করেছে। এখন সবাইকে সতর্ক থাকতে হবে, দেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে।
তিনি আরও বলেন, দেশের জনগণ এখন ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে। এরপরও যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করবে, তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না, পরাজিত শক্তির সব চক্রান্তকে নস্যাৎ করে দেবে।
নবীউল্লাহ নবী বলেন বলেন, বিএনপি একটি উদারনৈতিক গণতান্ত্রিক দল। আমরা লগি-বৈঠার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা অন্যায়ভাবে কারও গায়ে হাত দেই না। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী।
বিডি প্রতিদিন/এমআই