বরিশালের মুলাদী উপজেলায় চরের জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে শরীর থেকে একটি হাত ও পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষীপুর (কাঠেরপুল) এলাকায় এ ঘটনা ঘটে বলে ওসি মো. সফিকুল ইসলাম জানিয়েছেন। ঘটনায় আরো দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।
নিহত বাবুল বেপারী (৫৫) দড়িচর লক্ষীপুর গ্রামের বাসিন্দা মৃত গহর আলী বেপারীর ছেলে। আহত ভাতিজা আলীম বেপারী ও ভাইয়ের স্ত্রী রেশমা বেগমকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুলাদী থানার ওসি সফিকুল ইসলাম বলেন, চরের সিকস্তি জমি নিয়ে স্থানীয় প্রতিপক্ষ করিম মল্লিকদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে করিম মল্লিক পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তারা পিটিয়ে ও কুপিয়ে বাবুল, আলীম ও রেশমাসহ কয়েকজনকে আহত করে। এদের মধ্যে বাবুল বেপারী মারা গেছে। অপর দুইজনকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম