সিলেটে চোরাকারবারী ধরতে গিয়ে নৌকাডুবে নিখোঁজ হওয়া বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৪ ঘণ্টা পর রবিবার বিকেল সোয়া ৫টার দিকে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় ইছামতি নদী থেকে মাসুম বিল্লাহ নামের ওই বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
গত শনিবার বিকেল ৫টার দিকে ইছামতি নদী দিয়ে চোরাকারবারীরা ভারতীয় সুপারির চালান নিয়ে যাওয়ার সময় মাসুম বিল্লাহ ও বিজিবির অপর এক সদস্য নৌকা নিয়ে তাদেরকে ধাওয়াা করেন। এসময় চোরাকারবারী ও বিজিবি সদস্যদের উভয় নৌকা ডুবে যায়। অপর বিজিবি সদস্য সাঁতরে তীরে উঠতে পারলেও মাসুম বিল্লাহ তলিয়ে যান। দুর্ঘটনার পর থেকে তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার বিকেল সোয়া ৫টার দিকে স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে একদল লোক চেষ্টা চালিয়ে নদীর তলদেশ থেকে মাসুম বিল্লাহের লাশ উদ্ধার করা হয়।
মাসুম বিল্লাহ’র লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন