মৌলভীবাজারের কুলাউড়ায় পূর্ব শত্রুতার জেরে জাবেল মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরও ৩ জন গুরুতর আহন হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার সুমন মিয়া, আতিক মিয়া, আশাইদ মিয়া ও রকিব আলী।
এ ঘটনায় রবিবার দুপুরে নিহত জাবেলের বাবা রহমত আলী ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি জাবেল নিশ্চিন্তপুরের সুমন মিয়াকে তুচ্ছ ঘটনার কথাকাটাকাটির একপর্যায়ে চড় মারেন। ওই বিষয়কে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় এলাকায় সালিশ বৈঠক হয়। জাবেলসহ অন্যরা ওই বৈঠকে নিশ্চিন্তপুর এলাকায় গেলে আগে থেকে ওৎ পেতে থাকা সুমন মিয়ার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কুড়ালের আঘাতে ঘটনাস্থলে জাবেল মারা যান এবং ৩ জন গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, হামলার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারেও অভিযান চলছে।
বিডি প্রতিদিন/মুসা