একদিনে সিলেট বিভাগের সীমান্ত এলাকা দিয়ে একদিনে ৮২ জনকে পুশইন করেছে বিএসএফ। আজ মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরমধ্যে সিলেটের জৈন্তাপুর সীমান্তের ৩টি এলাকা দিয়ে ৬৬ জনকে এবং সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ১৬ জনকে পাঠানো হয়।
মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে পুশইন করা হয়। তাদের মধ্যে ১৫ জন শিশু, ১০ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। ঘটনার সময় সতর্ক অবস্থানে থাকা শ্রীপুর বিওপি’র বিজিবি সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে।
কিছুক্ষণ পর মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ২০ জন পুশইন করে বিএসএফ। তাদের মধ্যে ৬ জন পুরুষ ৭ জন নারী ও ৭ জন শিশু। সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
বুধবার ভোরে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধীনে জৈন্তাপুর সীমান্তের ডিবির হাওর এলাকা দিয়ে নারী শিশুসহ আরও ১৪ জনকে পুশইন করা হয়। তাদরে মধ্যে ৫ জন পুরুষ ৫ জন নারী ও ৪ জন শিশু। পরে তাদের আটক করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, জৈন্তাপুরের ৩টি সীমান্তবর্তী এলাকা দিয়ে ৬৬ জনকে আটক করেছে বিজিবি। পরিচয় নিশ্চিত হতে বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে, সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ছনবাড়ি থেকে পাঁচটি পরিবারের মোট ১৬ জনকে পুশইন কারনো হয়েছে। তাদের মধ্যে পুরুষ পাঁচজন, মহিলা পাঁচজন এবং শিশু ছয়জন। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
বিজিবি জানায়, নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২ ব্যাটালিয়ন বিএসএফ কুড়িখাল ক্যাম্পের সীমান্ত পিলার ১২৪৬/এমপি দিয়ে এই ১৬ জনকে পুশইন করে। আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাতক উপজেলার ছনবাড়ীতে এদের আটক করা হয়।
আটকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে বিজিবি।
বিডি প্রতিদিন/আরাফাত