আসন্ন ঈদুল আজহায় ফরিদপুর জেলার ৯টি উপজেলায় মোট চাহিদার চেয়ে কয়েক হাজার পশুর আমদানি বেশি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। আর জেলার চাহিদা পূরণ করে বাড়তি কোরবানী পশু দেশের অন্যান্য জেলায় বিক্রির জন্য নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন খামারী ও ব্যবসায়ীরা। তবে এ বছর দেশের বাইরে থেকে কোরবানীর পশু আমদানি না করায় দেশের খামারী ও ব্যবসায়ীরা এ বছর পশুতে ভাল দাম পাবেন বলে আশা করা হচ্ছে।
জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, ফরিদপুরে কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ১ লাখ ৮ হাজার ১১টি। এর মধ্যে পশু প্রস্তুত রয়েছে ১ লাখ ১০ হাজার ৮৯১টি। সেই হিসেবে প্রায় ৩ হাজার পশু দেশের বিভিন্ন বাজারে নেওয়া হবে। খামারী ও পশু ব্যবসায়ীরা এবার কোরবানির বাজারে পশুর ভালো দাম পাওয়ার আশায় রয়েছেন। জেলার ৯টি উপজেলায় এ বছর ৮ হাজার ১৭৮টি ছোট-বড় খামার রয়েছে। এসব খামারে গরু ৫১ হাজার ১৬৭, ছাগল ৫৪ হাজার ৯২৫, ভেড়া ৪ হাজার ৫৯৭ ও মহিষ ১০৫টিসহ অন্যান্য ৯৭টি পশু প্রস্তুত রয়েছে। এসব খামারে কোরবানির জন্য গরু-ছাগল পরিচর্যায় শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন খামারী ও ব্যবসায়ীরা। এ জেলায় ৪০টি গরু-ছাগলের হাট-বাজারে ১৮টি মেডিকেল টিম দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
জেলার বিভিন্ন বাজার ও খামার ঘুরে দেখা গেছে, জেলার মধ্যে সদর, সালথা, নগরকান্দা, সদরপুর ও বোয়ালমারী উপজেলায় খামারের সংখ্যা বেশি দেখা গেছে। খামারী ও ব্যবসায়ীরা কোরবানীর পশু পরিচর্যায় শেষ সময়ে ব্যস্ততা সময় পার করছেন। খামারে কেউ পশুকে খাবার দিচ্ছেন, আবার কেউ গোসল করাচ্ছেন। কোরবানী দেওয়ার জন্য অনেকেই খামার থেকে পশু দেখে যাচ্ছেন। তবে ক্রেতারা অনেক যাচাই বাছাই করে পশু কিনবেন বলে জানিয়েছেন। এছাড়া জেলার পদ্মা ও আড়িয়াল খা’র তীরের নর্থ চ্যানেল, ডিক্রীরচর ও চরমাধবদিয়া ইউনিয়ন ছাড়াও চরভদ্রাসন, সদরপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের চরবাসীদের আয়ের অন্যতম মাধ্যম গবাদি পশু পালন। বছর জুড়েই সেই গবাদি পশু লালন পালন করে কোরবানীর হাটে তোলার জন্য প্রস্তুত করেছেন তারা। এখানে প্রতিটা পরিবারের নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও গবাদি পশু পালন কাজে ব্যস্ত সময় পার করে বছর জুড়ে।
ফরিদপুর শহরতলীর বিল মাহমুদপুর এলাকায় মাইশা ডেইরি ফার্মের মালিক রফিকুল ইসলাম সবুজ বলেন, আমার ফার্মে একটি গরুর নাম দেওয়া হয়েছে ‘বাদশা’। তার ওজন প্রায় ৩০ মন। বাদশার বয়স সাড়ে তিন বছর। গরুটি লম্বায় ৬ ফুট ১০ ইঞ্চি এবং উচ্চতায় ৯ ফুট ৫ ইঞ্চি। প্রতিদিনই আশপাশের এলাকা থেকে গরুটিকে দেখতে আসছেন ক্রেতারা। বাদশার দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা।
আলফাডাঙ্গা উপজেলার গরানিয়া গ্রামের রাজুর খামার দেখভালকারী আক্তার হোসেন জানান, আমরা কোরবানীর জন্য ১৫টি গরু প্রস্তত করেছি। গরু গুলোকে দুই বেলা গোসল করা হয়। কুড়া, ভুসি, ঘাস ও খড় খাওয়ানো হয় এদের। দিন-রাত খামারে একজন মানুষ লেগেই থাকতে হয়। গরু কেনার জন্য অনেকেই এসেছেন। তবে এখনো গরু বিক্রি করতে পারিনি।
বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামের ঈদগাহ এলাকার খামারী রাশিদা বেগম জানান, আমরা কাবু ও ছোট গরু কিনে লালন পালন করে প্রতিবছরই কোরবানীর জন্য প্রস্তত করি। কোরবানীর ৭-৮ মাস আগে গরু গুলো কেনা হয়। প্রায় ত্রিশ বছর ধরে আমি এ কাজ করছি। স্বামী-সন্তানের পাশাপাশি বেশির ভাগ সময় আমিই গরুগুলো দেখাশুনা করি। কোরবানীর এক সপ্তাহ আগে কুমিল্লায় আমার স্বামী গরুগুলো বিক্রি করার জন্য নিয়ে যাবেন। আশা করছি এবার পশুর ভাল দাম পাওয়া যাবে।
সদর উপজেলার চরধোলাই এলাকার ফিরোজ মোল্লা বলেন, আমি ২৬টি ভেড়া লালন পালন করছি। এবারের ঈদে ভেড়া গুলোকে ভালো দামে বিক্রি করে ভালো আয় রোজগার হবে। আশা করছি এই টাকা দিয়েই আমার পরিবারের সদস্যদের নিয়ে আগামী বছরটি ভালোভাবে কাটাতে পারবো।
ফরিদপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস বলেন, ফরিদপুরের খামারীরা আশা করছি এ বছর পশুর ভাল দাম পাবেন। যতটুকু জানতে পেরেছি দেশের বাইরে থেকে কোন পশু আমদানী হচ্ছে না এ বছর। কোরবানীর জন্য চাহিদার চেয়েও কয়েক হাজার পশু বেশি রয়েছে ফরিদপুর জেলায়। জেলার ৪০টি হাটে খামারী ও ব্যবসায়ীদের পশুর সুবিধার্থে ১৮টি চিকিৎসক টিম প্রস্তুত রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ