কুনমিং দক্ষিণ ও দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের শিক্ষা সহযোগিতা সম্মেলনে অংশগ্রহণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এর একটি প্রতিনিধি দল। সম্প্রতি চীনের কুনমিং শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, ব্যবসা অনুষদের ডিন ড. মোজাফফর আলম চৌধুরী ও বিবিএ কোর্ডিনেটর ড. হাসুনুজ্জামান তুষার।
এই আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজক ছিল ইউনান বিশ্ববিদ্যালয়, সহযোগিতা করেছে ইউনান প্রাদেশিক শিক্ষা বিভাগ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১০টি বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বে গঠিত এই সহযোগী নেটওয়ার্কের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আইইউবিএটি। এবারের সম্মেলনের মূল শিরোনাম 'স্মার্ট শিক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক উচ্চশিক্ষা'।
অনুষ্ঠানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১২টি দেশের ৮৬ জন প্রতিনিধি ও ১০ বিদেশি কূটনীতিক উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. আব্দুর রব সম্মেলনে 'অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ডিজিটাল প্রয়োগ' বিষয়ক ৪ সদস্যের গোলটেবিল আলোচনায় অংশ নেন। তিনি মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত চ্যালেঞ্জ ও তার কার্যকর সমাধান উপস্থাপন করেন, যা উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে অত্যন্ত প্রশংসিত হয়।
এছাড়া প্রতিনিধি দল ইউনান স্কুল অব বিজনেসের প্রশাসনিক সদস্যদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। এসময় আইইউবিএটি ব্যবসা অনুষদ ও ইউনান স্কুল অব বিজনেসের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক তৈরির প্রস্তাব উত্থাপন করা হয়। আলোচনায় সিদ্ধান্ত হয়, আইইউবিএটি সমঝোতা স্মারকের খসড়া তৈরি করে ইউনান স্কুল অব বিজনেসের মতামত ও অনুমোদনের জন্য পাঠাবে।
বিডি-প্রতিদিন/এমই