জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের নেতৃবৃন্দ তরুণ তরুণীদের সৎ দক্ষ দেশপ্রেমিক মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেছেন, তা না হলে বাংলাদেশ বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পিছিয়ে পড়বে। বক্তারা বর্তমান বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা পদ্ধতি প্রণয়নের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।
তারা বলেন, জাতীয় শিক্ষানীতি প্রণয়নের জন্য দলমত নির্বিশেষে বিজ্ঞানভিত্তিক ও আধুনিক শিক্ষাপদ্ধতিকে গুরুত্ব দিয়ে ঐকমত্যের ভিত্তিতে শিক্ষা পদ্ধতি প্রণয়ন করা জরুরি। বিগত সময়ে সরকারসমূহের ‘যে যখন তখন তেমন’ নীতিতে শিক্ষা পদ্ধতি প্রণীত হওয়ায় সৎ দক্ষ দেশপ্রেমিক মানবিক নাগরিক সৃষ্টির ধারা বাধাগ্রস্ত হয়েছে বলে নেতৃবৃন্দ অভিমত প্রকাশ করেন।
আজ জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন মোহাম্মদপুর শাখা আয়োজিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা সভায় নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
লালমাটিয়া সরকারি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় ড. তারিকুজ্জামান সুদানের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমেই এসএসসি উত্তীর্ণ বন্ধুদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব রুস্তম আলী খোকন। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক বিশিষ্ট স্থপতি নাঈম রিপন ও কলেজের অধ্যক্ষ আকমল হোসেন।
এসএসসি উত্তীর্ণ বন্ধুদের হাতে ফুল, ক্রেস্ট, সার্টিফিকেট তুলে দেন মোহাম্মদপুর শাখার যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ হোসেন বাবলু, সদস্য সচিব সন্তু মিত্র প্রমুখ। এসএসসি উত্তীর্ণদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আল আরাফাত।
বক্তারা শিক্ষার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, দেশীয় সংস্কৃতি চর্চার ওপর গুরুত্ব দিয়ে বলেন, জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন নির্দলীয় দলনিরপেক্ষভাবে সবসময়ই এসকল কর্মকাণ্ডে কিশোর কিশোরী তরুণ তরুণীদের পাশে থাকবে। ভবিষ্যতে এসকল আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানান। নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হয়ে গড়ে তুলতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে এবং তাতেই সমষ্টিগতভাবে জাতি এগিয়ে যায় বলে বক্তারা মন্তব্য করেন।
বিডি প্রতিদিন/এমআই