চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের সময়সীমা একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফলে আজ বুধবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার মধ্যে জমা দেওয়ার সুযোগ থাকবে।
এর আগে সকাল ১১টার দিকে শাখা ছাত্রদল সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত আবেদন জমা দেয়। এতে বলা হয়, গ্রামে সংঘর্ষে আহত ও পরীক্ষায় ব্যস্ত অনেক শিক্ষার্থী সময়মতো মনোনয়ন নিতে বা জমা দিতে পারেনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কমিশন জরুরি মিটিং করে। সিদ্ধান্ত হয়েছে, মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন বাড়ানো হলো।
উল্লেখ্য, গত ১, ১৫ ও ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হয়। আজ বুধবার ছিল জমাদানের শেষ দিন। তবে ছাত্রদলের দাবির প্রেক্ষিতে কমিশন সময় একদিন বাড়িয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল