বিশ্ব র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার বিষয়টি গুরুত্ব দিয়ে চারটি পদক্ষেপ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
প্রথম পদক্ষেপে বলা হয়েছে- আগামী দুই মাসের মধ্যে প্রতিটি বিভাগকে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করতে হবে এবং নির্বাহী কমিটির তথ্য বিভাগীয় ওয়েবসাইটে হালনাগাদ করতে হবে।
দ্বিতীয় পদক্ষেপ অনুযায়ী- শিক্ষকদের একাডেমিক কাজ, গবেষণাপত্র জমা ও পেশাগত যোগাযোগে শাবিপ্রবির অফিসিয়াল ইমেইল ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষক প্রোফাইল নিয়মিতভাবে ওয়েবসাইটে হালনাগাদ রাখতে হবে।
তৃতীয় পদক্ষেপে প্রতিটি বিভাগকে ওয়েবপেজ নিয়মিত হালনাগাদ করতে বলা হয়েছে, যেখানে গবেষণা, পাঠ্যক্রম, অনুদান, প্রাক্তন শিক্ষার্থীর সম্পৃক্ততা, শিক্ষক-কর্মচারীর প্রোফাইল ও অন্যান্য কার্যক্রম সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত থাকবে।
চতুর্থ পদক্ষেপে র্যাঙ্কিংয়ে একাডেমিক সুনাম বৃদ্ধির জন্য খ্যাতিমান প্রাক্তন শিক্ষার্থীদের তালিকা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী জানুয়ারি ২০২৬-এর মধ্যে শাবিপ্রবিকে তিনটি আন্তর্জাতিক স্বীকৃত র্যাঙ্কিং সিস্টেম- টাইমস হায়ার এডুকেশন, কিউএস র্যাঙ্কিং এবং গ্রিন ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফর সাস্টেইনিবিলিটি- এর জন্য আবেদন প্রস্তুত রাখতে হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ