৭ দফা দাবি বাস্তবায়নের জন্য দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে রেলপথ ও সড়ক অবরোধ করেছে। অবরোধের কারণে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা তাদের আন্দোলনের মাধ্যমে কয়েকটি মূল দাবি বাস্তবায়নের চেষ্টা করছেন। এদের মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল করা, জড়িতদের চাকরিচ্যুতি এবং ২০২১ সালের বিতর্কিত নিয়োগবিধি সংশোধন।
এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল করা, চার বছর মেয়াদি আধুনিক কারিকুলাম প্রণয়ন, উপ-সহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য পদ সংরক্ষণ নিশ্চিত করা, কারিগরি শিক্ষা খাতের সব প্রশাসনিক পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন, উচ্চশিক্ষার জন্য বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শতভাগ আসনে ভর্তির সুযোগ অন্তর্ভুক্ত।
শিক্ষার্থীদের এই কর্মসূচি স্থানীয় যান চলাচল ও রেল সেবা ব্যাহত করেছে।
বিডি প্রতিদিন/হিমেল