রংপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামাণিককে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর শিমুলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিউল ইসলাম মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি মিঠাপুকুরের শঠিবাড়ি এলাকার নুরুল ইসলাম প্রামাণিকের ছেলে।
বুধবার সকালে পুলিশ আওয়ামী লীগ নেতা রবিউল ইসলামকে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই নগরীর মর্ডাণ মোড় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা ও গুলি ছোড়া হয়। এ ঘটনায় তাজহাট থানায় একটি মামলা দায়ের হলে আত্মগোপনে চলে যান মামলার আসামি আওয়ামী লীগ নেতা রবিউল। রাতে ছাত্র-জনতা নগরীর শিমুল বাগ থেকে তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশে দেয়। পরে কোতয়ালী থানা পুলিশ তাজহাট থানায় রবিউল ইসলামকে হস্তান্তর করে।
মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহজাহান আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলা ও গুলি বর্ষণের ঘটনায় আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম প্রামাণিককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এমআই