রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী আন্দোলন নেতৃবৃন্দ ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল ঘোষণা করেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ প্যানেল ঘোষণা করা হয়।
প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে সাবেক সমন্বয়ক মেহেদী হাসান, সাধারণ সম্পাদক (জিএস) পদে সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) আকিল বিন তালেব, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক মো. ইয়াসিন আরাফাত, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক মো. মনজু আরিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মাহবুব আলম মোহন, মহিলা বিষয়ক সম্পাদক হেমা আক্তার ইভা, মহিলা বিষয়ক সহকারী সম্পাদক জান্নাতুল ফেরদৌসী তৃষা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মিনহাজুর রহমান, মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফাহির আমিন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক শামীম আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. মো. জাকির হোসেন, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরিয়ান আহমেদ, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আহসান হাবিব, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোছা. ঈশিন পারভীন তিথি, নির্বাহী সদস্য-১ সাজ্জাদ হুসাইন, নির্বাহী সদস্য-২ মো. আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য-৩ হাবীব হিমেল প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে মেহেদী হাসান, সালাহ উদ্দিন আম্মার, আকিল বিন তালেব, জাকির হোসেন ও আহসান হাবিব নির্বাচন করবেন।
বিডি প্রতিদিন/এমআই