গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন ছাত্র অধিকার পরিষদ নেতাকর্মীরা।
কর্মসূচিতে হামলাকারীদের শাস্তি ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান হয়।
শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন, অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ক্ষমতায় এসেছে। যার অন্যতম নেতা নুরুল হক নুর। আজ তার উপর ন্যাক্কারজনক হামলা জানালো হয়েছে। এটা পরিকল্পিত হামলা। অবিলম্বে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। ফ্যাসিস্টদের দোসর জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এসময় নুরুল হক নুর গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।
বিডি প্রতিদিন/আরাফাত