গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারসহ চার দফা দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মরত সাংবাদিকেরা। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
তাদের অন্য দাবিগুলো হলো- নিহত সাংবাদিক তুহিনের পরিবারের দায়িত্ব নিতে হবে; বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা প্রদান করলে শাস্তি নিশ্চিত করতে হবে; গণঅভ্যুত্থানে নিহত ও আহত হওয়া সাংবাদিকদের তালিকা নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহাগ আলী বলেন, আমাদের এই ধরনের দাবি নিয়ে দাঁড়ানোর কথা না তাও এখানে দাঁড়াতে হচ্ছে। কারণ আজ পর্যন্ত যত সাংবাদিক হত্যা কিংবা নির্যাতনের শিকার হয়েছে সেগুলোর কোনো বিচার হয়নি। আমাদের দেশে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে সেখানে তারাও ধরে নিয়েছে সাংবাদিকদের হত্যা করলে এর কিছুই হবে না। রাষ্ট্র যদি এই বিচার হীনতার সংস্কৃতি থেকে বের না হতেভপারে তাহলে এমন হত্যাকাণ্ড বাড়তেই থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা আমরা সবাই দেখেছি। জুলাই-পরবর্তী সময়েও যদি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়- এই প্রশ্ন আমি ইন্টেরিম সরকারের কাছে রাখছি।
বিডি প্রতিদিন/আরাফাত