রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মহাসড়কে গান ও নাটকসহ সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের শাহজাদপুরে ক্যাম্পাসের সামনে মহাসড়ক অবরোধ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদী গানে ও কবিতায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি তুলে ধরেন।
তারা জানান, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য সামান্য টাকারও ডিপিপি অনুমোদন দেওয়া হয়নি। এতে বিশ্ববিদ্যলয়টি আবাসন, হল, ক্লাসরুম, লাইব্রেরী ও ছাত্রীদের নিরাপত্তাসহ নানা সংকটে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে সরকারের কাছে এসব সংকট নিরসনের জন্য স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবির কথা জানিয়ে আসছেন। কিন্তু কোন কাজই হচ্ছে না। এ অবস্থায় গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে যাচ্ছে।
শিক্ষকরা জানান, সমস্ত শর্তপূরণ ও প্রমাণ সরবরাহের পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি’র অনুমোদন কেন হচ্ছে না, প্রশ্নটি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জের সাধারণ মানুষকে হতাশ করেছে। মাত্র ৫ শত ১৯ কোটি ১৫ লাখ টাকার বরাদ্দ সরকার কেন দিচ্ছে না তা নিয়ে সচেতন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে। ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলকারীরা। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ থেকে বিসিক বাসস্ট্যান্ড পর্যন্ত মৌনমিছিল ও গণসংযোগ করা হবে বলে প্রতিবাদ কর্মসূচিতে জানানো হয়।
বিডি প্রতিদিন/জামশেদ