বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলওয়াহাব সাইদানি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এআইইউবি ক্যাম্পাসে পৌঁছালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। এ সময় রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শিক্ষা ও সংস্কৃতি বিনিময় বিষয়ে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন এআইইউবি’র প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান নাদিয়া আনোয়ার; প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন; প্রফেসর ড. সাইফুল ইসলাম, ভাইস চ্যান্সেলর, এআইইউবি; এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন।
এছাড়াও উপস্থিত ছিলেন ড. মো. আব্দুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর; প্রফেসর ড. নিসার আহমেদ, কোষাধ্যক্ষ; গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, রেজিস্ট্রার ড. এস. এ. এম. মঞ্জুর এইচ. খান, প্রক্টর, এআইইউবি ঢাকায় অবস্থিত আলজেরিয়ান দূতাবাসের কর্মকর্তা এ. কে. এম. সাইদাদ হোসাইন।
পরিদর্শনকালে আলজেরিয়া ও এআইইউবি’র মধ্যে একাডেমিক পার্টনারশিপ, যৌথ গবেষণার উদ্যোগ গ্রহণ এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
উভয় পক্ষ শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, গবেষণা প্রকল্প এবং উচ্চশিক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি আগ্রহ প্রকাশ করেন। এ গুরুত্বপূর্ণ পরিদর্শন এআইইউবি’র আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক সম্পৃক্ততা জোরদার করার ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসেবে কাজ করবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ