স্লোভাকিয়ায় দুইটি ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটেছে। রবিবার সন্ধ্যার দিকে একটি ট্রেন অন্যটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে আহত হয় বেশ কয়েকজন যাত্রী। সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছে পুলিশ ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
দুর্ঘটনাস্থলে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ জানান, আহতদের মধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে ১১ জনকে। তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের বেশিরভাগই সামান্য আঘাত পেয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে রাজধানী ব্রাতিস্লাভা ও পেজিনোকের ২০ কিলোমিটার (১২ মাইল) উত্তর-পূর্বে। ট্রেনগুলোতে প্রায় ৮০০ যাত্রী ছিল বলে জানা গেছে। এর আগে ১৩ অক্টোবর পূর্ব স্লোভাকিয়ায় দুটি ট্রেনের সংঘর্ষে ৯১ জন আহত হয়। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/এএম