ময়মনসিংহের গৌরীপুরে বসুন্ধরা শুভসংঘ “সবুজ বাংলাদেশ গড়তে, আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘের সিনিয়র সদস্য ওবায়দুর রহমান, সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক জোবাইর হাসান সরকার। বিশেষ বক্তব্য প্রদান করেন বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন মিয়া।
কবি জোবাইর হাসান সরকার বলেন, “আমাদের দেশে নানা উপায়ে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে। আমরা গাছ কাটি কিন্তু রোপণ করতে ভুলে যাই। শুভসংঘের মতো সংগঠন ভালো কাজে সবসময় পাশে থাকে। আমার প্রথম কাব্যগ্রন্থের লভ্যাংশ থেকে গাছের চারা বিতরণ করি। শুভসংঘের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, “গৌরীপুর বসুন্ধরা শুভসংঘ ইতিপূর্বে আমাদের বিদ্যালয়ে বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করেছে। তাদের ভালো কাজে সবসময় সহযোগিতা থাকবে।”
শুভসংঘের সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া বলেন, “যেখানে ভালো কাজ, সেখানেই শুভসংঘ। একসময় গাছের চারা উপহার দেওয়ার প্রচলন ছিল, যা এখন প্রায় হারিয়ে গেছে। শিক্ষার্থীদের বলব, প্রিয়জনদের গাছের চারা উপহার দিন। গৌরীপুরকে সবুজায়নে আমরা অঙ্গীকারবদ্ধ।”
অনুষ্ঠানে যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, বিদ্যালয়ের সহকারী হিসাব রক্ষক রাসেল জমাদার, শুভসংঘের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা