মেহেরপুর জেলার সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে প্রায় ৫ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার (২০ আগস্ট) সকাল ১১ টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, কাজিপুর সীমান্তের পিলার ১৪৬/৬-এস এর কাছে “কাজিপুর বর্ডার পাড়া মাঠ” থেকে নায়েক কুমারেশ চন্দ্রের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৬০ পিস ডেক্সামিথাসন ট্যাবলেট জব্দ করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা। এদিকে তেতুলবাড়ী বিওপি এলাকায় পিলার ১৪০/৫-এস এর কাছে হাটপাড়া মাঠে নায়েব সুবেদার মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এতে উদ্ধার হয় ১১৭০ পিস ডেক্সামিথাসন ট্যাবলেট ও ৩৩০ পিস সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট, যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। আটককৃত ওষুধগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/হিমেল