যশোরের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের চেষ্টাকে গভীর ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দ।
জেলার ছয় আসনের সীমানা বর্তমান অবস্থায় রাখার দাবিতে বুধবার দুপুরে জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী জেলা নির্বাচন অফিস ঘেরাও করেন। একই দাবিতে পরে নেতৃবৃন্দ যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, জেলার ছয়টি আসনে নির্ধারিত সীমারেখায় বছরের পর বছর নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছে স্থানীয় ভোটাররা। নিজ নিজ আসনে ভোটারদের মধ্যে একটা পরিবারের মতো ঐক্য, সম্প্রীতি ও বন্ধন তৈরি হয়েছে।
দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘একজন বিতর্কিত ব্যক্তির আবেদনকে আমলে নিয়ে যশোর-৩ ও যশোর-৪ আসনের সীমানা পুননির্ধারণের বিষয়ে শুনানীর আয়োজন করা নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রেরই অংশ’।
তিনি বলেন, ‘এই ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজনে আইনগত পদক্ষেপ ও সংশ্লিষ্ট আসনগুলোর ভোটারদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে’। জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, যেকোন সংসদীয় এলাকার জনমত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই জনমতকে উপেক্ষা করে একতরফাভাবে আসন পুনর্বিন্যাস করা হলে জনগণ কোনভাবেই তা মেনে নেবে না’।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপন অনুযায়ী যশোর-৩ ও যশোর-৬ আসনের সীমানা সংক্রান্ত বিষয়ে আগামী ২৫ আগস্ট সোমবার নির্বাচন ভবন অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুনানী অনুষ্ঠিত হবে। এ তথ্য জানার পর থেকেই যশোরে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো সীমানা পুনর্নির্ধারণ না করার দাবিতে গত তিনদিন ধরে বিক্ষোভ মিছিল, সমাবেশ, সংবাদ সম্মেলন ও জেলা নির্বাচন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে।
বিডি প্রতিদিন/হিমেল