“চলো সবাই শপথ করি, পরিচ্ছন্ন দেশ গড়ি” এবং “আমাদের অঙ্গীকার, নগর রাখবো পরিষ্কার”— এই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ সিদ্ধিরগঞ্জ থানা শাখা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও লিফলেট বিতরণ করেছে। মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্থানীয় সড়ক ও বাজার এলাকায় শুভসংঘের বন্ধুরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং পথচারীদের হাতে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার বার্তাবাহী লিফলেট তুলে দেন।
ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনায় ও সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি খান শাহরিয়ার ফয়সাল এর নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন সহ-সভাপতি মো. আলিফ, সদস্য শিপন আহমেদ, সামিদা, তানভীর, সামির, আব্দুল্লাহ আল নোমান, তাসরিন হোসেন রাফি, তুলনা আক্তার মৌরিন, রাইসা আক্তার রিয়া, রাসেল বেপারী, মিলন হোসাইন, সোহাগ আহমেদ, সাহিল, সাইফ, ইয়াসিন ও আব্দুল্লাহ খান পাঠান।এছাড়া শুভাকাঙ্ক্ষী হিসেবে ছিলেন স্থানীয় স্কুল শিক্ষক তারিকুল ইসলাম মিশু, জুলাই যোদ্ধা মিষ্টি মিয়া এবং সমাজকর্মী হাবিবুল বাশার সুজন।
বসুন্ধরা শুভসংঘ শুভসংঘ ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক আবদুল হান্নান মিলটন বলেন, এই উদ্যোগ শুধু পরিচ্ছন্নতা নয়, বরং সামাজিক দায়িত্ববোধের জাগরণও ঘটায়। পরিচ্ছন্ন দেশ গড়তে হলে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে।
বসুন্ধরা শুভসংঘ সিদ্ধিরগঞ্জ থানা শাখার বন্ধুরা জানিয়েছেন, তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।