এন্ট্রি পদ নবম গ্রেডের এক দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদ এ আয়োজন করেন।
এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর জাহের, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ মুজাহিদ, মোসলেহ উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে এন্ট্রি পদ নবম গ্রেডের এক দফা দাবি ছাড়াও চারস্তরীয় পদসোপান তৈরি করে পদোন্নতির ব্যবস্থা করা, স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর তৈরি করা, টাইম স্কেল ও বিভাগীয় পদোন্নতিগুলো নিয়মিত করার দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/জামশেদ