পিরোজপুরে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুর ১২টায় পিরোজপুর টাউন ক্লাব মিলনায়তন থেকে একটি আনন্দ মিছিল বের হয় বিভিন্ন সড়ক দক্ষিণ শেষে পথ সবাই মিলিত হয়।
বিএনপি কার্যালয়ের সামনে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক মো: আলাউদ্দিন খান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ। সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: রিয়াজ মাতুব্বর। সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণ একটি স্বেচ্ছাসেবক দলের প্রয়োজনীয়তা অনুভব করে স্বেচ্ছাসেবক দল গঠন করেন। সেই থেকে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবক দল কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবক দল তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশব্যাপী আইন-শৃঙ্খলার অবনতি এবং সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।
পরে বিভিন্ন স্থানে ফলজ বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ