অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ড গড়া পারফরম্যান্সের সুবাদে আবারও আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশাভ মহারাজ।
কেয়ার্নসে সিরিজের প্রথম ওয়ানডেতে অসাধারণ বোলিংয়ে ১০ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন মহারাজ। এই দুর্দান্ত বোলিংয়ের সুবাদে তিনি হয়েছেন ম্যাচসেরা এবং গড়েছেন এক অনন্য রেকর্ড, অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়া প্রথম দক্ষিণ আফ্রিকান স্পিনার।
এই পারফরম্যান্সই যেন তাকে ফের বসাল বোলিং সিংহাসনে। বুধবার প্রকাশিত আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন মহারাজ। তার রেটিং পয়েন্ট এখন ৬৮৭। তিনি পিছনে ফেলেছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা (৬৭১) ও ভারতের কুলদিপ ইয়াদাভকে (৬৫০)।
অন্যদিকে, ক্যারিবিয়ান পেসার জেডেন সিলস ১৭ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ১৯তম স্থানে। পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ ১৮ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৪৩ নম্বরে।
ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও টেম্বা বাভুমার। অস্ট্রেলিয়ার বিপক্ষে অর্ধশতক করে মার্করাম ৪ ধাপ এগিয়ে ২১তম এবং বাভুমা ৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে আছেন।
অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ৮৮ রানের ইনিংসে ৬ ধাপ এগিয়ে উঠেছেন ৫২তম স্থানে। আর ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ দুই ধাপ উন্নতি করে আছেন সপ্তম স্থানে। শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শুভমান গিল।
বিডি প্রতিদিন/মুসা