নতুন প্রজন্মের মধ্যে শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গাজীপুর জেলার ঐতিহ্যবাহী কাপাসিয়া উপজেলায় বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের ব্যতিক্রমধর্মী আয়োজনে চরখিরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা।
শিশুদের চোখে-মুখে ছিল আনন্দের ঝলক, আর প্রতিটি পদক্ষেপে ফুটে উঠেছিল উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্যে ভরপুর পরিবেশ। দৌড়, লাফ, দড়ি লাফ, বল ছোঁড়া—বিভিন্ন ইভেন্টে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কেবল প্রতিযোগিতা নয়, ছিল সহপাঠীদের প্রতি উৎসাহ, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া এবং জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে আনন্দ ভাগাভাগির মনোভাব।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র ও উপহার সামগ্রী। তবে সবচেয়ে বড় পুরস্কার ছিল শিশুদের মুখের হাসি, চোখের উজ্জ্বলতা এবং দিনভর আনন্দে ভেসে থাকা হৃদয়ের আবেগ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা আক্তার, খিরাটি পূর্বপাড়া ডাক্তার আব্দুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. গাজী শরীফ, চরখিরাটি বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের সমন্বয়ক সৈয়দ আল মাসুদ এবং চরখিরাটি ইউথ ক্লাবের সদস্য মো. শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক রাহিমা আক্তার বলেন, “খেলাধুলা শুধু শরীর নয়, মনকেও নির্মল রাখে। এমন আয়োজন সমাজকে আরও প্রাণবন্ত করে তোলে।” তিনি আরও বলেন, “শিশুদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও শৃঙ্খলা গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
স্থানীয় অভিভাবকেরা এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের আয়োজন শুধু শিশুদের নয়, পুরো সমাজকেই আলোকিত করে। আমরা চাই, বসুন্ধরা শুভসংঘ এই ধারা অব্যাহত রাখুক।”
বিডি প্রতিদিন/আশিক