সহশিক্ষা কার্যাবলীর মাধ্যমে শ্রেণিকক্ষে অন্যান্য বিষয় পড়ানোর সময় তাদের অংশগ্রহণ সক্রিয়, প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত হয়ে উঠে এবং খুব সহজেই যেকোন বিষয় খুব দ্রুত বাচ্চাদের বুঝানো যায়। শিশুর মানসিক বিকাশে খেলাধুলা, সঙ্গীত, বই পড়া বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে, চিত্রাঙ্কন বা ছবি আঁকা সবচেয়ে বেশি প্রভাব ফেলে শিশুর মনে।
বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখা (প্রস্তাবিত) এর আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) গাইবান্ধার গড়দিঘীতে অবস্থিত এম এ প্রি ক্যাডেট স্কুলে এ আয়োজন সম্পন্ন হয়।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ মঞ্জু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার শুভার্থী মোঃ সামিউল বাসির, মোঃ আসিদুল ইসলাম মোঃ ইউসুফ আলী, হামিম সরকার, মোঃ জাকির হোসেন, শিপন মিয়া, মুজাহিদ ইসলাম, সাঈদ ইসলাম, আখিতারা খাতুন, সুমি আক্তার, শামীম মিয়া, সজীব মিয়া, আবু সাঈদ বুলবুল ইসলাম, আব্দুল মতিন, সীমান্ত ইসলাম, মশিউর রহমান, পারভেজ ইসলাম, আশরাফ হোসেন, শাহাদত মিয়া, মুর্শিদ মিয়া, বিদ্যুৎ মিয়া, সিয়াম রহমান, দুলাল ইসলাম, মুস্তাকিন ইসলাম, আতিকুর রহমান, সাগর ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম বলেন, শিশুর যথাযথ বিকাশ নিশ্চিতের জন্য প্রয়োজন আনন্দময় পরিবেশ। এ ধরণের আনন্দময় পরিবেশ সৃষ্টির জন্য নান্দনিক শিক্ষার সুযোগ করে দিতে হবে। তাদেরকে খেলতে খেলতে, ছবি আঁকতে আঁকতে এবং গাইতে গাইতে শিখার সুযোগ করে দিতে হবে। বসুন্ধরা শুভসংঘকে এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আপনাদের এই আয়োজনগুলো শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই এমন উদ্যোগ অব্যাহত থাকুক।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ মঞ্জু মিয়া বলেন, শিক্ষার্থীর মন অত্যন্ত সংবেদনশীল, কোমল, ভীতিপ্রদ এবং সৃজনশীল। একজন আদর্শ শিক্ষকের কাজ গতানুগতিক শিক্ষার বাইরে বৈচিত্র্যময় শিক্ষার মাধ্যমে শিশুর মনের সব ভীতি দূর করে সৃজনশীল কাজে তাকে সহায়তা করা। শিশুদের বিভিন্ন ফর্ম, চিত্র কিংবা রঙের প্রতি দুর্বলতা বেশি। আর ফর্ম, আকার, আকৃতি ও চিত্রের মাধ্যমে রঙের খেলা খেলতে খেলতে কঠিন বিষয়গুলোও সহজ করে দেওয়া যায়। সামাজিক সংগঠন হিসেবে বসুন্ধরা শুভসংঘের কাজগুলো অনন্য। বহুমাত্রিক কাজের এ ধারা অব্যাহত থাকুক বসুন্ধরা শুভসংঘের।
প্রতিযোগিতায় ১ম, ২য়,৩য় স্থান লাভ করেছে যথাক্রমে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোছা: জাকিয়া আক্তার সুলতানা, মোঃ সাব্বির, ও আজমিরা।
বিডি প্রতিদিন/এএ