দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন তাঁর ছয়তলা বাড়ির ছাদে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন ছাদবাগান। শখের বশে শুরু হলেও এখন তা গবেষণাগারেও পরিণত হয়েছে।
ছাদে রয়েছে শতাধিক ফল ও ফুলের গাছ। আম্রপালি, কাটিমন বারোমাসি আম, বরই, ড্রাগন ফল, থাই পেয়ারা, আমড়া, জামসহ নানা ফলগাছের পাশাপাশি গোলাপ, জবা, নয়নতারা, কামিনী, রঙ্গনের মতো ফুলও শোভা পাচ্ছে। এছাড়া ৭ বছরের তেঁতুল বনসাই ও ১২ বছরের বট বনসাই বিশেষ আকর্ষণ।
তিনি জানান, নিরাপদ ও বিষমুক্ত ফলের চাহিদা মেটাতেই ছাদবাগানের জনপ্রিয়তা বাড়ছে। অবসর কাটানো, মানসিক প্রশান্তি এবং গবেষণার জন্যও ছাদবাগান কার্যকর।
তিনি আরও জানান, এটি পরিবারকে দেয় বিষমুক্ত খাবার, পরিবেশকে রাখে শীতল ও পরিচ্ছন্ন। স্থানীয়রা জানান, ছাদের এই সবুজ স্বর্গ দেখতে অনেকেই আসেন এবং ছবি তুলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ