লুসি ব্যতিক্রম। তিনি বিয়ের কয়েক দিন পর নিজ দেশে চলে গেলেও কথা দিয়ে যান সাহেদকে ব্রাজিলে নিয়ে যাওয়ার। লুসি কথা রেখেছেন। ব্রাজিল ফিরে গিয়েই লুসি সাহেদকে সে দেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেন। কিন্তু প্রথমবার বিমান বন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়...
প্রেমের টানে ব্রাজিল থেকে সিলেটের জকিগঞ্জে ছুটে এসেছিলেন ব্রাজিলিয়ান তরুণী লুসি ক্যানেল। বাংলাদেশে এসে বিয়ে করেন জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের তৈয়ব আলীর ছেলে সাহেদ আহমদকে (৩২)। প্রায় ছয় বছর আগে বিয়ের পিঁড়িতে বসা লুসি-সাহেদ এখন ব্রাজিলে সুখের সংসার গড়েছেন। প্রেমিকার হাত ধরে ব্রাজিলের নাগরিকত্বও পেয়েছেন সাহেদ। পারিবারিক সূত্র জানায়, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি প্রেমের সম্পর্ককে বাস্তবে রূপ দিতে ব্রাজিল থেকে ১৫ দিনের ট্রাভেল ভিসা নিয়ে বাংলাদেশে আসেন লুসি ক্যালেন (২৯)। পরদিন ২১ ফেব্রুয়ারি লুসি ক্যালেন নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে সাহেদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। ওই সময় সাহেদ সাংবাদিকদের বলেছিলেন, ‘ফেসবুকের মাধ্যমে লুসির সঙ্গে তাঁর পরিচয়। কথা বলতে বলতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর উভয়ে বিয়ের সিদ্ধান্ত নেন।’ প্রথমবার বাংলাদেশে এসে লুসি ক্যালেন ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ওই বছরের ৭ মার্চ পর্যন্ত সাহেদের বাড়িতে অবস্থান করে ফের ব্রাজিল চলে যান। ব্রাজিলে ফিরে গিয়েও ভুলে যাননি স্বামী সাহেদের কথা। দীর্ঘ প্রচেষ্টায় তিনি সাহেদকে নিয়ে গেছেন ব্রাজিলে। বর্তমানে সে দেশে তারা সুখের সংসার গড়েছেন। সাহেদের মামাতো ভাই বিলপাড় গ্রামের রুবেল আহমদ জানান, অনেক সময় শোনা যায়, ভিনদেশি তরুণ-তরুণী বাংলাদেশে এসে বিয়ে করে নিজ দেশে গিয়ে আর খোঁজ-খবর রাখে না। কিন্তু লুসি ব্যতিক্রম। তিনি বিয়ের কয়েকদিন পর নিজ দেশে চলে গেলেও কথা দিয়ে যান সাহেদকে ব্রাজিলে নিয়ে যাওয়ার। লুসি কথা রেখেছেন। ব্রাজিল ফিরে গিয়েই লুসি সাহেদকে সেদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেন। সাহেদের ভিসাও হয়। কিন্তু প্রথমবার বিমানবন্দর থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। হাল ছাড়েননি লুসি। প্রায় দেড় বছর আগে লুসি বাংলাদেশে এসে সাহেদকে সঙ্গে করে ব্রাজিলে নিয়ে যান।