এই সপ্তাহের সবচেয়ে চমকপ্রদ ছবির মধ্যে রয়েছে পার্সেইড উল্কাবৃষ্টি ও জ্বলজ্বলে সামুদ্রিক বিস্ময়
রেকর্ড উষ্ণ সমুদ্র ব্রিটেনে নতুন সব প্রজাতি এনেছে। বছরের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ১৯৮০ সালের পর সবচেয়ে বেশি ছিল- গড়ে আগের যে কোনো বছরের তুলনায় ০.২ ডিগ্রি সেলসিয়াস (৩২ ফারেনহাইট) বেশি। উষ্ণ জলে ব্লুফিন টুনা এবং স্যাল্পস (জেলিফিশের মতো জ্বলজ্বলে প্রাণী, যাদের সচরাচর যুক্তরাজ্যে দেখা যায় না) পাওয়া গেছে।গেল সপ্তাহের শুরুতে পৃথিবীর উত্তর গোলার্ধের আকাশজুড়ে দেখা গেছে অপরূপ দৃষ্টিনন্দন পার্সেইড উল্কাবৃষ্টি। এই দৃশ্য তৈরি হয় সুইফট-টাটল ধূমকেতুর ধুলোকণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলে ওঠার কারণে। আন্তনাক্ষত্রিক ধূমকেতু ৩ ও/ Atlas-এর মতো নয়, সুইফট-টাটল আমাদের ‘পুরনো প্রতিবেশী’- এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় ১৩৩ বছর সময় নেয়।