আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে রশিদ খানদের ধবলধোলাই করলেও ওয়ানডে সিরিজে উল্টো ধাক্কা খেয়েছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের পাশাপাশি ছিল না কোনো লড়াইয়ের ঝলকও।
এমন হতাশাজনক পারফরম্যান্সের পর দেশে পা রেখেই অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়েছে খেলোয়াড়দের। দর্শকদের দুয়ো, ক্ষোভের স্লোগান এবং তীব্র সমালোচনার শিকার হয়েছেন তারা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হওয়ার সময় কিছু দর্শক চরম ক্ষোভ প্রকাশ করেন ক্রিকেটারদের প্রতি।
এ ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় দলের ওপেনার নাঈম শেখ।
নাঈম লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না-আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে-এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়-কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন।’
দেশের জন্য ভালোবাসা ও চেষ্টার ঘাটতি রাখেন না জানিয়ে নাঈম আরও লিখেছেন, ‘আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।’
শেষে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে নাঈম লিখেছেন, ‘ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক -লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়বো, আবার উঠবো-দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য। ইনশাল্লাহ।’
বিডি প্রতিদিন/এমআই