‘এম৩৩’, ‘ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি’ আমাদের গ্যালাক্সি থেকে দ্বিতীয় নিকটতম গ্যালাক্সি এবং একে অন্ধকার আকাশে খালি চোখে দেখা যায়। শহরতলির কাছাকাছি বা আরও ভালো স্থান থেকে বাইনোকুলার ও ছোট ওয়াইড-ফিল্ড টেলিস্কোপ ব্যবহার করে দেখা যেতে পারে। সাধারণত জুন থেকে ফেব্রুয়ারি মাসে গ্যালাক্সিটি দেখা যায়। এটি প্রায় ২.৭৫ মিলিয়ন আলোকবর্ষ দূরে এবং মিরাখ ও হামালের প্রায় মাঝামাঝি অবস্থিত। ‘এম৩৩’ সম্ভবত আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির সঙ্গে ধাক্কা লাগার অল্প কিছু আগেই এম৩১-এর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে। তবে, সামান্য সম্ভাবনা রয়েছে যে, আমাদের গ্যালাক্সিই একে প্রথমে গ্রাস করবে অথবা এম৩৩ দুটি বৃহত্তর গ্যালাক্সি থেকে দূরে ছিটকে গিয়ে ধ্বংস থেকে রক্ষা পাবে।
তথ্যসূত্র : নাসা/ইএসএ