টিকটকের বিরুদ্ধে আত্মহত্যার প্রচারণামূলক কন্টেন্ট প্রকাশের অনুমতি দেওয়ার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ফরাসি তদন্তকারী সংস্থা। দেশটির কয়েকটি পরিবারের মামলা, ফরাসি সংসদী তদন্ত ও সিনেট থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্যারিসের প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তে আত্মহত্যার প্রচারণার বিষয়বস্তু আছে কি না পরীক্ষা করা হবে। পাশাপাশি মাধ্যমিক ব্যবহারকারীদের মাধ্যমে ঘটিত আইনভঙ্গের ঘটনা সম্পর্কে টিকটক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাধ্যতামূলক অবহিত করেছে কি না দেখা হবে।
তবে মঙ্গলবার এক বিবৃতিতে টিকটক ফ্রান্সের সংসদীয় প্রতিবেদনের দাবিগুলো প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, কিশোর-কিশোরীদের উপযোগী নিরাপদ কন্টেন্টের জন্য প্রচুর বিনিয়োগ করা হয়। বিশেষভাবে ডিজাইন করা ৫০টিরও বেশি পূর্ব-নির্ধারিত বৈশিষ্ট্য ও সেটিংস রয়েছে। যার মাধ্যমে ১০টির মধ্যে ৯টি আইন লঙ্ঘনকারী ভিডিও কেউ দেখার আগেই সরিয়ে ফেলা হয়।
প্যারিস পুলিশের সাইবার ক্রাইম ব্রিগেড অভিযোগগুলো তদন্ত করবে। প্রসিকিউটরের অফিস জানিয়েছে, পণ্য বা পদ্ধতির প্রচারণা কারো জীবন কেড়ে নিতে ব্যবহৃত হয় কি না খতিয়ে দেখা হবে। পাশাপাশি অবৈধ আর্থিক লেনদেন ও সংগঠিত অপরাধচক্র টিকটক প্ল্যাটফর্মে কার্যক্রম পরিচালনা করেছে কি না তদন্তের আওতায় আসবে।
তদন্তে অভিযোগ প্রমাণিত হলে এবং মামলা আদালতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা কয়েক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড পেতে পারেন। তবে ফরাসি আইন অনুযায়ী, তদন্ত চলার সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয় না। সেজন্য এখনও অভিযুক্তদের পরিচয় প্রকাশ করা হয়নি।
সূত্র: ইউরো নিউজ
বিডি-প্রতিদিন/এমই