গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের শিক্ষক মো. হারুন অর রশিদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
বুধবার সকালে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি ড. শাহনেওয়াজ দিলরুবা খানম স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত কলেজের বডি সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, শিক্ষক মো. হারুন অর রশিদ কর্তৃক ১৯ নং সোশ্যাল সায়েন্স গ্রুপের ক্লাসে অপ্রত্যাশিত আচরণ এবং শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে। এ ঘটনায় কলেজের শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ায় তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে ব্যাখ্যা দিয়ে আগামী নির্ধারিত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষের নিকট জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে ড. শাহনেওয়াজ খানম বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই