ফেসবুক ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের প্রতারণার কৌশল নিয়েছে সাইবার অপরাধীরা। ভুয়া চাকরির বিজ্ঞাপনের প্রলোভন দেখিয়ে তারা ব্যবহারকারীদের ফেসবুক লগইন তথ্য হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা সংস্থা সাবলাইম সিকিউরিটি।
হ্যাকরেড–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারকরা কেএফসি, রেড বুল, এমনকি ফেরারির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের নামে চাকরির বিজ্ঞাপন দিচ্ছে। এসব বিজ্ঞাপন দেখতে আসল বিজ্ঞাপনের মতো হলেও, আসলে এগুলো ফিশিং বা তথ্য চুরির ফাঁদ।
গবেষকদের তথ্যে জানা যায়, প্রথমে ভুক্তভোগীদের কাছে ইমেইলের মাধ্যমে চাকরির প্রস্তাব পাঠানো হয়। এসব ইমেইলের ভাষা ও বিন্যাস এতটাই নিখুঁত যে তা অনেক সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে ধারণা করা হচ্ছে।
ইমেইলে দেওয়া লিংকে ক্লিক করলে ব্যবহারকারীকে নিয়ে যাওয়া হয় একটি নকল নিরাপত্তা যাচাই পেজে, সেখান থেকে আবার এমন এক ওয়েবসাইটে পাঠানো হয় যা দেখতে জনপ্রিয় চাকরি অনুসন্ধান প্ল্যাটফর্মের মতো। সেখানে ব্যবহারকারীকে ইমেইল বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে বলা হয়। ফেসবুক লগইন বেছে নেওয়ার পর একটি ‘লোডিং প্রগ্রেস বার’ দেখায়, যা কখনোই শেষ হয় না—এই সময়েই প্রতারকরা ব্যবহারকারীর ইউজারনেম ও পাসওয়ার্ড চুরি করে নেয়।
গবেষকরা বলছেন, এই ধরনের প্রতারণা সাধারণত চেনা যায় অচেনা ইমেইল ঠিকানা, অস্বাভাবিক ওয়েবসাইট ইউআরএল, বা অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে মিল না থাকা লিংক দেখে।
বিডি প্রতিদিন/হিমেল