মেটা মালিকানাধীন ‘থ্রেডস’ তাদের ব্যবহারকারী ও ক্রিয়েটরদের জন্য দারুণ এক আপডেট নিয়ে এসেছে। এখন থেকে ক্রিয়েটররা তাদের পোস্টের পারফরম্যান্স এবং কোথা থেকে ভিউ আসছে, তা আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। এই নতুন ফিচারের আওতায় ব্যবহারকারীরা তাদের ‘ইনসাইটস’ ড্যাশবোর্ডে গিয়ে পোস্টের লাইক, রিপ্লাই, কোট এবং রিপোস্টের মতো এনগেজমেন্ট দেখতে পারবেন। এমনকি ফলোয়ারদের বৃদ্ধি, তাদের ভৌগোলিক অবস্থান (শীর্ষ শহর ও দেশ) এবং বয়স ও লিঙ্গের মতো জনসংখ্যাতাত্ত্বিক তথ্যও এখন জানা যাবে।
এ ছাড়াও একটি নতুন চার্টের মাধ্যমে ৭ থেকে ৯০ দিনের মধ্যে পোস্টের পারফরম্যান্স ট্রেন্ড বোঝার সুযোগ থাকছে। যেহেতু থ্রেডসের পোস্ট ইনস্টাগ্রাম ও ফেসবুকেও দেখা যায়, তাই প্রতিটি প্ল্যাটফর্ম থেকে কত শতাংশ ভিউ এসেছে, তাও জানতে পারবেন ক্রিয়েটররা। মেটার এই প্ল্যাটফর্মের আপডেটগুলোর মূল লক্ষ্য হলো ক্রিয়েটরদের তাদের শ্রোতা তৈরি করতে, উপস্থিতি বাড়াতে এবং কোন ধরনের কনটেন্ট তাদের ফলোয়ারদের কাছে বেশি জনপ্রিয়, তা বুঝতে সাহায্য করা।
বিডি প্রতিদিন/এমআই