অ্যাপল মানেই এক অন্যরকম প্রত্যাশা। প্রতি বছর সেপ্টেম্বর এলেই প্রযুক্তিপ্রেমীরা চেয়ে থাকেন নতুন আইফোনে কী চমক অপেক্ষা করছে? এবছর, সেই উত্তেজনার কেন্দ্রবিন্দু হলো আইফোন ১৭ সিরিজ, যা বাজারে নিয়ে আসতে পারে প্রযুক্তির আরেকটি যুগান্তকারী পরিবর্তন।
আইফোন ১৭ সিরিজে থাকবে চারটি সংস্করণ :
• আইফোন ১৭
• আইফোন ১৭ এয়ার
• আইফোন ১৭ প্রো
• আইফোন ১৭ প্রো ম্যাক্স
এর মধ্যে “আইফোন ১৭ এয়ার” হবে অ্যাপলের ইতিহাসে সবচেয়ে হালকা ও পাতলা ফোন। টাইটানিয়াম ফ্রেমের হ্যান্ডসেটগুলো হবে আরও টেকসই এবং প্রিমিয়াম।
A19 চিপসেট : গতি, শক্তি ও বুদ্ধিমত্তার নতুন সংজ্ঞা
অ্যাপল এবার আনতে যাচ্ছে অত্যাধুনিক A19 বায়োনিক চিপসেট, যা পূর্ববর্তী সিরিজের তুলনায় আরও দ্রুত, শক্তিশালী ও AI-সহযোগী হবে। এতে ১২ জিবি র্যাম ও নতুন নিউরাল ইঞ্জিন ব্যবহৃত হবে, যা একসাথে গেমিং, ভিডিও এডিটিং ও মাল্টিটাস্কিংয়ে দেবে নিখুঁত পারফরম্যান্স।
ক্যামেরায় প্রফেশনাল টাচ
আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্সে যুক্ত হচ্ছে টেট্রাপ্রিজম টেলিফটো লেন্স, যা দিয়ে ৮কে (8K) ভিডিও রেকর্ডিং এবং উন্নত সিনেম্যাটিক মোড পাওয়া যাবে। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, মেশিন লার্নিং ও ইমেজ প্রসেসিং প্রযুক্তি মিলিয়ে এটি প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্যও উপযোগী হয়ে উঠবে।
ডিসপ্লে ও চার্জিংয়ে নতুনত্ব
প্রতিটি মডেলে ১২০ হার্জ রিফ্রেশ রেটের প্রো মোশন OLED ডিসপ্লে থাকবে, যা চোখের আরাম এবং প্রতিক্রিয়া উভয় ক্ষেত্রেই নতুন অভিজ্ঞতা দেবে। ব্যাটারির ক্ষেত্রে ফাস্ট চার্জিং প্রযুক্তি ও দীর্ঘ সময়ের ব্যাকআপ থাকবে। নতুন ম্যাগসেফ চার্জিং সিস্টেম আরও শক্তিশালী এবং নিরাপদভাবে ফোন চার্জ করতে সক্ষম হবে।
সফটওয়্যার ও নিরাপত্তা
আইফোন ১৭ সিরিজ চলবে নতুন iOS 19-এ। এতে থাকবে আপডেটেড ফেস আইডি, আধুনিক ডেটা প্রাইভেসি কন্ট্রোল, এবং আরও স্মার্ট AI-ভিত্তিক ফিচার — যেমন স্বয়ংক্রিয় নোটস সারসংক্ষেপ, ভয়েস টু টেক্সট অটো রাইটিং, ইত্যাদি।
কবে আসবে? দামই বা কত?
প্রতিবছরের মতো এবারও অ্যাপল সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে (৯ অথবা ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে) একটি ‘স্পেশাল ইভেন্ট’-এ আইফোন ১৭ সিরিজ ঘোষণা করতে পারে। প্রি-অর্ডার শুরু হতে পারে ১২ সেপ্টেম্বর থেকে। ১৯ সেপ্টেম্বর ২০২৫-এ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি শুরু হতে পারে এই নতুন সিরিজের মডেলগুলো। বাংলাদেশের বাজারে প্রো ম্যাক্স সংস্করণটির দাম এক লাখ পঞ্চাশ হাজার টাকারও উপরে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইফোন ১৭ সিরিজ শুধু আরও একটি আপগ্রেড নয়, এটি এমন এক সিরিজ হতে যাচ্ছে, যা স্মার্টফোন ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিবে। যারা চায় স্পিড, নিরাপত্তা, ক্যামেরা, ডিজাইন সবকিছুর পরিপূর্ণ সমন্বয় তাদের জন্য আইফোন ১৭ সিরিজ হতে পারে নিখুঁত পছন্দ।
লেখক : টেক পরামর্শক।
বিডি-প্রতিদিন/শআ