কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ওপেনএআই গত বৃহস্পতিবার তাদের নতুন মডেল জিপিটি-৪.৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এটি তাদের সবচেয়ে বড় ও শক্তিশালী মডেল। আগের মডেলগুলোর তুলনায় এটি আরও ভালোভাবে আবেগ বুঝতে পারে এবং সংবেদনশীলভাবে উত্তর দিতে সক্ষম।
আরও ‘বড়’ ও ‘ব্যয়বহুল’ মডেল
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেন, "জিপিটি-৪.৫-এর সঙ্গে কথা বললে মনে হবে যেন একজন চিন্তাশীল মানুষের সঙ্গে কথা বলছি।" তিনি আরও বলেন, "এটি এমন একটি মডেল, যা আমাকে চমকিত করেছে এবং সত্যিকারের ভালো পরামর্শ দিয়েছে।"
তিনি জানান, এই মডেলটি আরও ‘বড়’ এবং ‘ব্যয়বহুল’ হবে। প্রতিষ্ঠানটি একই সঙ্গে পেইড সাবস্ক্রিপশন স্তর (প্লাস ও প্রো) চালু করতে চাইলেও পর্যাপ্ত জিপিইউ (gpu) না থাকায় তা সম্ভব হয়নি। তবে পরবর্তী সপ্তাহে আরও হাজার হাজার জিপিইউ যুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং প্রথমে প্লাস ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হবে।
আরও স্মার্ট কৃত্রিম বুদ্ধিমত্তা
সিলিকন ভ্যালিতে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলোর উন্নয়ন নিয়ে নানা মতপার্থক্য রয়েছে। তবে জিপিটি-৪.৫ প্রমাণ করেছে যে, বেশি ডেটা ও কম্পিউটেশনাল শক্তি ব্যবহার করলে মডেল আরও উন্নত হয়।
এক নিউজলেটারে ওপেনএআইয়ের প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন জানান, "মডেলটি আরও বড় এবং বেশি ডেটা ব্যবহারের পরও এর পারফরম্যান্স কমেনি।"
চেন আরও বলেন, "ওপেনএআই খুবই কঠোর ও সুনির্দিষ্ট পদ্ধতিতে মডেল তৈরি করে। আগের মডেলগুলোর পারফরম্যান্স বিশ্লেষণ করে পরবর্তী ফলাফল পূর্বানুমান করা হয় এবং স্কেলিং যন্ত্রপাতি তৈরি করা হয়।"
কম খরচে শক্তিশালী মডেল
মডেল প্রশিক্ষণের খরচ এখনো অনেক বেশি হলেও, বড় মডেল চালানোর জন্য সাশ্রয়ী কিছু পদ্ধতি খুঁজে পেয়েছে ওপেনএআই। ফলে জিপিটি-৪.৫ চালানোর খরচ জিপিটি-৪-এর তুলনায় অনেক কমে গেছে।
জিপিটি-৪.৫ মডেলটি গবেষণা প্রিভিউ হিসেবে উন্মুক্ত করা হয়েছে। এটি প্রথমে চ্যাটজিপিটি প্রো সাবস্ক্রাইবার ও এপিআই ডেভেলপাররা ব্যবহার করতে পারবে। পরবর্তী সময়ে প্লাস, টিম ও ইডিইউ ব্যবহারকারীদের জন্য চালু করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, চ্যাটজিপিটি প্রো সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে ২০০ ডলার এবং প্লাস সাবস্ক্রিপশনের জন্য মাসে ২০ ডলার খরচ করতে হয়।
আরও নির্ভুল ও কম ভুল তথ্য
ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৪.৫ পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় আরও বেশি সঠিক এবং এতে ভুল তথ্য (Hallucination) তৈরির প্রবণতা অনেক কম।
বিডি প্রতিদিন/আশিক