চোট কাটিয়ে আগেই পেশাদার ক্রিকেটে ফিরেছেন আনরিখ নরকিয়া। এবার জাতীয় দলের হয়ে মাঠে নামার পথে আরেক ধাপ এগিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে গতিময় এই পেসারকে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ভারত সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য শুক্রবার আলাদা দুটি দল দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ দিয়েই প্রত্যাবর্তন ঘটছে তার। সবশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন ৩১ বছর বয়সি এই পেসার। স্ট্রেস রিঅ্যাকশন চোটের কারণে জুনে মেজর লিগ ক্রিকেটে খেলতে পারেননি নরকিয়া। একই কারণে জিম্বাবুয়ে,অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও ছিলেন না দলের সঙ্গে।
টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। দলে ফিরেছেন ওটনিল বার্টম্যান। টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছেন রায়ান রিকেলটন। সবশেষ পাকিস্তান সফরে ছিলেন না টেম্বা বাভুমা; ওয়ানডে সিরিজের নেতৃত্বে ফিরেছেন তিনি। আন্তর্জাতিক অবসান ভেঙে ফেরা কুইন্টন ডি কক রয়েছেন দুই ফরম্যাটেই। তবে ওয়ানডে দলে নেই নরকিয়া।
পাঁজরের পেশির টানের (রিব বোন স্ট্রেস) চোটে টেস্টের পর সাদা বলের সিরিজ থেকেও ছিটকে গেছেন কাগিসো রাবাদা। ৩০ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ৯ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি দল:
এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, করবিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, টনি ডি জরজি, ডোনোভ্যান ফেরেইরা, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, কেশব মহারাজ, জর্জ লিন্ডে, কুয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া ও ট্রিস্টান স্টাবস।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, করবিন বশ, ম্যাথিউ ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টোনি ডি জর্জি, রুবিন হারম্যান, কেশব মহারাজ, মার্কো জানসেন, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, প্রেনেলান সুব্রায়েন।
বিডি প্রতিদিন/নাজিম