কুঁচকির ইনজুরির কারণে দুই মাস মাঠের বাইরে থাকার পর চলতি সপ্তাহে অনুশীলনে ফিরে আসার কথা ছিল ইংল্যান্ডের উইঙ্গার কোল পালমারের। কিন্তু ২৩ বছর বয়সী এই খেলোয়াড় তার বাম পায়ের ছোট আঙুলে আঘাতের কারণে আরও কিছুদিন মাঠের বাইরে থাকবেন। বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চেলসির সামনে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এর মধ্যে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলি, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা এবং পরের সপ্তাহে ঘরের মাঠে আর্সেনানের সাথে ম্যঅচ অনুষ্ঠিত হবে। নতুন করে ইনজুরির কারণে তিনটি ম্যাচ থেকে ছিটকে গেছেন পালমার।
চেলসির ম্যানেজার এনজো মারেস্কা বলেন, শনিবারের ম্যাচে তাকে পাচ্ছি না। সম্ভবত বার্সেলোনা ও আর্সেনাল ম্যাচেও তার খেলা হচ্ছে না।
তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত, পালমার বাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছে। যেখানে তার পায়ের আঙুলে আঘাত লাগে। এটা গুরুত্বপূর্ণ কিছু নয়, তবে সে আগামী সপ্তাহে আর ফিরবে না।
এর আগে ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে ব্যবধানের হারে চেলসি। ওই ম্যাচে খেলেছিলেন পালমার। এরপর ১১টি ম্যাচে খেলেছে চেলসির। এর মধ্যে আটটিতে জিতেছে এবং হেরেছে দুটি। বর্তমানে তারা প্রিমিয়ার লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে।
বিডি প্রতিদিন/কামাল