ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে বাংলাদেশ হোয়াইটওয়াশ হওয়ার পর র্যাঙ্কিংয়েও বড় প্রভাব পড়েছে। বিশেষ করে আফগান দুই তারকা রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই উঠে এসেছেন আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে।
নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে একেবারেই নিষ্প্রভ ছিল বাংলাদেশ। ৩ ম্যাচেই হার, কোনো ম্যাচেই ব্যাটিং করতে পারেনি পুরো ৫০ ওভার। শেষ ম্যাচে অলআউট হয়েছে মাত্র ৯৩ রানে।
এই সিরিজে আফগানদের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন রশিদ খান। একটি পাঁচ উইকেটসহ সিরিজে নিয়েছেন মোট ১১ উইকেট। এই সাফল্য তাকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর বোলারের জায়গায় তুলে দিয়েছে। পাঁচ ধাপ এগিয়ে রশিদের এখন রেটিং পয়েন্ট ৭১০।
তার এই উত্থানে এক ধাপ করে পিছিয়েছেন কেশভ মহারাজ (২), মহেশ থিকশানা (৩), জফরা আর্চার (৪), কুলদীপ যাদব (৫) ও বার্নার্ড স্কোলজ (৬)।
এদিকে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও নতুন শীর্ষে আফগানিস্তান। আজমতউল্লাহ ওমরজাই এক ধাপ এগিয়ে হয়েছেন এক নম্বর অলরাউন্ডার। ৩ ম্যাচে ৬০ রান ও বল হাতে ৭ উইকেট পাওয়া এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট এখন ৩৩৪। তার উত্থানে দুইয়ে নেমে গেছেন সিকান্দার রাজা।
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচে ৭১ গড়ে ২১৩ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস খেলা এই ব্যাটার ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন দুই নম্বরে। শীর্ষে আগের মতোই রয়েছেন ভারতের শুভমান গিল।
বিডি প্রতিদিন/মুসা