এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল শেষে ভারত পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও ট্রফি নিতে পারেনি। এসিসি সভাপতি মহসিন নাকভি পাকিস্তানি হওয়ায় ভারতীয় দল তার হাত থেকে ট্রফি নেওয়া থেকে বিরত থাকে। স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ম্যাচ শেষ হলেও ভারতীয় দাবির কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে দেরি হয়।
পুরস্কার বিতরণীতে ভারতীয় দল মঞ্চে আসার পরও নাকভির কাছ থেকে ট্রফি নেওয়ার সিদ্ধান্ত নেননি। একপর্যায়ে মহসিন নাকভি মঞ্চ ছেড়ে যান এবং ট্রফি ও চ্যাম্পিয়ন দলের জন্য তৈরি মেডেলগুলো নিজের সঙ্গে নিয়ে যান। এর ফলে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব কল্পিত ট্রফি হাতে উদযাপন করেন, রোহিত শর্মার বিশ্বকাপ উদযাপনের ভঙ্গিও অনুকরণ করেন।
বিসিসিআই সচিব দেভজিৎ সাইকিয়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভারত একটি দেশের সঙ্গে যুদ্ধে আছে এবং ট্রফি দেওয়ার কথা ছিল সেই দেশের একজন নেতার হাত থেকে। এজন্য আমরা ট্রফি নেব না। তবে আশা করি, ট্রফি ও মেডেলগুলো দ্রুত ভারতে ফেরত পাঠানো হবে। নভেম্বরে দুবাইয়ে আইসিসির কনফারেন্সে আমরা এর বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানাব।’
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘মাঠে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেউ আমাদেরকে কিছু বলেনি। আমার সঙ্গে দলের অন্য ১৪ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ এশিয়া কাপের সত্যিকারের ট্রফি।’ পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা মন্তব্য করেন, ‘নিজেদের কর্মফলেই ট্রফি পায়নি ভারত। আশা করি, ট্রফি বিতর্ক শেষ হবে। জয়ী দলকে ট্রফি দিতে তো এসিসি সভাপতিই!’
ভারতীয় দলকে ট্রফি কবে দেওয়া হবে বা আদৌ দেওয়া হবে কি না, এ বিষয়ে এখনও এসিসির পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। ফলে ট্রফি বিতর্কের সমাধান এখনও অনিশ্চিত।
বিডি প্রতিদিন/আশিক