সিরাজগঞ্জের কাজীপুরে বাসচাপায় কাওছার (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে।
সোমবার দুপুরের দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের শ্যামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা শিক্ষার্থী কাওছার উপজেলার মানিকপটল গ্রামের আবুল কাশেমের ছেলে।
কাজীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরে আলম জানান, বাইকেল নিয়ে কাওছার সোনামুখী বাজারের দিকে যাচ্ছিল। শ্যামবাজার এলাকায় পৌঁছালে একটি বাস সাইকেলচালক কাওছারকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাওছার মারা যায়। ঘটনার পরেই স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটি আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
বিডি প্রতিদিন/কেএ