এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ৯ম বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। তবে চ্যাম্পিয়ন হয়েও ভারতীয় ক্রিকেটাররা শিরোপি হাতে নিতে পারেননি। আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেওয়ার সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকে অস্বীকার করা হয়।
ফাইনাল শেষে মঞ্চে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি উপস্থিত ছিলেন। কিন্তু সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও অন্যান্য ভারতীয় ক্রিকেটার নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান। এতে অসন্তুষ্ট হয়ে এসিসি ও পিসিবির সভাপতি ট্রফি ও মেডেল সঙ্গে নিয়ে যান।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভারত যে দেশের সঙ্গে যুদ্ধ করছে, সেই দেশের একজন নেতার হাত থেকে ট্রফি নিতে পারি না। তবে এর মানে এই নয় যে তিনি ট্রফি ও মেডেল সঙ্গে নিয়ে যাবেন। এটি অক্রিকেটীয় এবং খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আশা করি, যত দ্রুত সম্ভব ট্রফি ও মেডেল ভারতে পাঠানো হবে।”
সাইকিয়া আরও বলেন, “সীমান্তে আমাদের সশস্ত্র বাহিনী যা করেছে, তার পুনরাবৃত্তি দুবাইয়ে ঘটেছে। এটি ভারতীয় ক্রিকেটের জন্য স্মরণীয় মুহূর্ত। অপারেশন সিঁদুরের পর এবার ‘অপারেশন খেলা’। শত্রু দেশের লোকদের আজেবাজে কর্মকাণ্ডের যথার্থ জবাব দিয়েছে ভারত।”
বিডি প্রতিদিন/আশিক