আন্তর্জাতিক পরীক্ষাবোর্ড অক্সফোর্ডএকিউএ (OxfordAQA) বাংলাদেশে প্রথমবারের মতো বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। রাজধানীর হোটেল সারিনায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি মাধ্যম স্কুলের প্রায় ১০০ শিক্ষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে জিসিএসই এবং এ লেভেল ইংরেজি বিষয়ক পাঠদানের কৌশল, মূল্যায়ন প্রক্রিয়া এবং শ্রেণিকক্ষে কার্যকর শিক্ষাদান পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা হয়। সেশন পরিচালনা করেন একিউএ-এর আন্তর্জাতিক প্রশিক্ষক ড. পিট বান্টেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অক্সফোর্ডএকিউএ-এর বাংলাদেশ ও নেপাল অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রাইমান।
শাহীন রেজা বলেন, “বাংলাদেশে এই প্রশিক্ষণ কর্মসূচি অক্সফোর্ডএকিউএ-এর জন্য একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। আমরা বিশ্বাস করি, দক্ষ শিক্ষকই পারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করতে, আর সে লক্ষ্যেই আমরা প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে যাচ্ছি।”
উল্লেখ্য, OxfordAQA হলো Oxford University Press (University of Oxford-এর একটি বিভাগ) এবং যুক্তরাজ্যের বৃহত্তম পরীক্ষাসংস্থা AQA-এর যৌথ উদ্যোগে গঠিত একটি আন্তর্জাতিক পরীক্ষাবোর্ড।
বিডি প্রতিদিন/মুসা