এইতো কিছুদিন আগে আজারবাইজানি মিডফিল্ডার ইব্রাহিম বাবায়েভের সঙ্গে দুই বছরের চু্ক্তি করেছে বার্সেলোনা। সুইস ক্লাব সারভেত্তে থেকে ১৭ বছর বয়সী এই মিডফিল্ডারের লা মাসিয়ায় যোগদানের খবর জানিয়েছে স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো।
বার্সেলোনার দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো আজারবাইজানি ফুটবলারের সঙ্গে চুক্তি করল ক্লাবটি। তবে আজারবাইজানি বংশোদ্ভূত হলেও বাবায়েভ একই সঙ্গে সুইস নাগরিকও। এরই মধ্যে সুইজারল্যান্ডের অনূর্ধ্ব-১৭ দলেও খেলেছেন বাবায়েভ।
সম্প্রতি তিনি কিছুদিন পরীক্ষামূলকভাবে বার্সার যুব দল হুভেনিল বি-র সঙ্গে অনুশীলন করেছেন। সেখানেই নিজের প্রতিভা দিয়ে মুগ্ধ করেছেন কোচদের। এরপরই তার সঙ্গে চুক্তি করে কাতালান একাডেমি। লা মাসিয়ার যুব ফুটবল পরিচালক হোয়ান সোলের ও একাডেমির প্রধান হোসে রামন আলেক্সাঙ্কোর উপস্থিতিতে ৩০ আগস্ট আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেছেন বাবায়েভ।
নতুন প্রতিভা খুঁজে বের করার বেলায় বার্সেলোনার একাডেমি লা মাসিয়ার খ্যাতি বিশ্বজুড়ে।লিওনেল মেসি, জাভি, ইনিয়েস্তার মতো কিংবদন্তিরা উঠে এসেছেন এই একাডেমি থেকে। বার্সার বর্তমান দলেও আছেন লামিনে ইয়ামাল, গাভি, পাউ কুবারসি, ফেরমিন লোপেজের মতো লা মাসিয়ার গ্র্যাজুয়েটরা। মূল দলে তাদের সতীর্থ হিসেবে হয়তো ভবিষ্যতে দেখা যাবে এক আজারবাইজানি মিডফিল্ডারকেও।
সেন্ট্রাল মিডফিল্ডার বাবায়েভ সারভেত্তের যুব দলে যোগ দেন ২০২১ সালে। এর আগে খেলতেন জেনেভার অন্য একটা একাডেমিতে। এবার নতুন যাত্রা শুরু বার্সেলোনা জার্সিতে। তবে কাতালান ক্লাবটির প্রত্যাশা, একাডেমি থেকে মূল দলে জায়গা করে নিতেও খুব বেশি সময় লাগবে না বাবায়েভের।
বিডি প্রতিদিন/নাজিম