আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিত কোপা সুদআমেরিকানার শেষ ষোলো পর্বের একটি ম্যাচে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। ইন্ডিপেনদিয়েন্তে ও চিলির ইউনিভার্সিদাদ দে চিলির মধ্যকার দ্বিতীয় লেগের এই ম্যাচ চলাকালীন সময়েই সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার ফলে খেলা বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেডিয়ামের ভেতরে ও বাইরে প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরা একে অপরের দিকে পাথর, বোতল, লাঠি ও আসন ছুঁড়তে থাকে। এমনকি একটি স্টান গ্রেনেডও ব্যবহার করা হয়, যা পরিস্থিতিকে আরও আতঙ্কজনক করে তোলে।
ইন্ডিপেনদিয়েন্তে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সহিংসতায় জড়িত থাকার অভিযোগে প্রায় ৩০০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, স্বাগতিক ইন্ডিপেনদিয়েন্তের কিছু সমর্থক অতিথি সমর্থকদের উপর হামলা চালায় এবং তাদের কাপড় ছিঁড়ে ফেলে। পরিস্থিতির অবনতি হওয়ায় ম্যাচটি ৪৮তম মিনিটে ১-১ সমতায় স্থগিত করা হয় এবং পরে তা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়ায় ইউনিভার্সিদাদ দে চিলি পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয়।
বিডি প্রতিদিন/মুসা