শুরুতে জিয়ানলুইজি দোনারুম্মাকে দলে টানার লড়াইয়ে থাকলেও শেষ সময়ে এসে পিছিয়ে পড়েছে ইন্তার মিলান।
ইতালিয়ান সংবাদমাধ্যম এফসিআইন্টারনিউজের দাবি, ম্যানচেস্টার সিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছে গেছেন পিএসজি গোলরক্ষক।
দলবদলের সংবাদ বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছে, বর্তমানে পিএসজিতে থাকলেও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তির ব্যাপারে মৌখিকভাবে একমত হয়েছেন। ২৬ বছর বয়সী ইতালিয়ান এই গোলরক্ষক আগামী বছরের জুন পর্যন্ত পিএসজির সাথে চুক্তিবদ্ধ আছেন। কয়েক দফা চেষ্টার পরও চুক্তি নবায়ন নিয়ে কোনো অগ্রগতি হয়নি দুই পক্ষের।
আগামী মৌসুমে তাই দোনারুম্মাকে ফ্রি এজেন্ট হিসেবে হাতছাড়া না করার লক্ষ্যে এই গ্রীষ্মেই বিক্রি করতে প্রস্তুত পিএসজি। ঝুঁকি এড়াতে ফরাসি ক্লাবটি তাকে তুলে দিয়েছে দলবদলের বাজারে। ইতালি জাতীয় দলের গোলরক্ষকের জন্য ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাইছে তারা।
আর তাই সাম্প্রতিক সময়ে মূল দল থেকে দোনারুম্মাকে সরিয়ে রেখেছে পিএসজি। অনুশীলনও করছেন আলাদা। ফলে এটা এখন স্পষ্ট যে, এই গ্রীষ্মে তার ক্লাব ছাড়াটা নিশ্চিতই। সিটি দোনারুম্মার সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে মৌখিক সম্মতিতে চলে গেলেও এখনও কাজ বাকি রয়ে গেছে কিছুটা। কারণ স্কোয়াড বা একাদশে তাকে জায়গা তৈরি করে দিতে হলে প্রথমে তাদের বিদায় জানাতে হবে এক নম্বর গোলরক্ষক এদারসনকে। গুঞ্জন রয়েছে, এই ব্রাজিলিয়ানের প্রতি আগ্রহ দেখাচ্ছে তুর্কি জায়ান্ট গালাতাসারাই।
বিডি প্রতিদিন/নাজিম