ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ২০২১ সালের চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ। অবাছাই বেঞ্জামিন বনজির কাছে পাঁচ সেটের লড়াইয়ে ৩-৬, ৫-৭, ৭-৬, ৬-০, ৬-৪ গেমে হেরেছেন তিনি।
মেদভেদেভ ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনেও প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন। এবারও একই পরিণতি হওয়ায় রাগে-ক্ষোভে র্যাকেট আছড়ে ভেঙে ফেলেন তিনি।
এদিকে, রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে শুরুটা খারাপ হয়নি নোভাক জোকোভিচের। প্রথম রাউন্ডে জিতলেও শারীরিক ফিটনেস নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন এই সার্বিয়ান। তার আশঙ্কা ফিটনেসের অভাব তাকে ভোগাতে পারে!
রবিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে মার্কিন কিশোর লার্নার টিয়েনকে ৬-১, ৭-৬ (৭/৩), ৬-২ সেটে হারিয়ে শুভ সূচনা করেন তিনি। তবে দ্বিতীয় ও তৃতীয় সেটের মাঝে ডান পায়ে ফোসকা পড়ায় দীর্ঘ মেডিকেল টাইমআউট নিতে হয় তাকে।
মেয়েদের এককে দাপট দেখিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা। র্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান রেবেকা মাসারোভাকে ৭-৫, ৬-১ গেমে হারিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/কেএ